• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯

শিক্ষা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি-তে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ ডিসেম্বর ২০২২

স্টাফ রিপোর্টার:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিনের কর্মসূচি আরম্ভ হয় সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। বিশ্ববিদ্যালয়ের দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস—চ্যান্সেলর রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল (অবঃ)। অনুষ্ঠানে বিজয় দিবস ভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শনীর পাশাপাশি কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের আয়োজনে মহান বিজয় দিবসের চেতনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরবর্তীতে প্রধান অতিথি সকল প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, ডীন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে লাইভ স্ট্রিমিং করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads